অর্ধেক বাস চলাচলের সিদ্ধান্ত প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। তিনি বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রত্যাহার হতে পারে।
বুধবার (১১ আগস্ট) বিকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়ে তিনি বলেন, আগামীকাল থেকে সব বাস চলবে। সেতু মন্ত্রণালয় থেকে কেবিনেটে এমন একটা প্রস্তাব গেছে বলে জেনেছি।
এমন সিদ্ধান্ত শেষ পর্যন্ত না এলে সেক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্টদের কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, না। সমস্যা হবে না। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা চালাবো।
nagad
অর্ধেক পরিবহন চলার কারণে অনেক পরিবহন শ্রমিক কাজ পাচ্ছেন না। ফলে সড়কে গণপরিবহন চলাচল শুরু হলেও বসে থাকতে হচ্ছে অনেক শ্রমিকদের। তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে এই পরিবহন নেতা বলেন, চেষ্টা করছি। দেখি কিছু করা যায় কি না।
এর আগে টানা ১৯ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। করোনা সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। তবে ঈদ উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও বিধিনিষেধ কার্যকর করা হয়। পরে তা আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়।