আলতাফ হোসাইনদেশে খুব অল্প সময়েই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল অনলাইনে কেনাবেচার মাধ্যমগুলো। মহামারি করোনাকালেও যখন সার্বিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছিল, ব্যবসা-বাণিজ্য বন্ধের উপক্রম হয়েছিল, তখন দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর ব্যবসা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছিল। সংশ্নিষ্টরা বলছেন, গত এক বছরে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ২০০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সার্বিকভাবে দেশের অর্থনীতির অগ্রযাত্রায় যথাযথ ভূমিকা রাখা সত্ত্বেও সম্প্রতি কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠায় ধ্বংসের মুখে পড়েছে ই-কমার্স খাত। নিয়ন্ত্রণের অভাব আর কিছু ব্যবসায়ীর অসাধু কর্মকাণ্ডে আস্থার সংকটে পড়েছে খাতটি। বিশেষজ্ঞরা বলছেন, ই-কমার্স হলো অনলাইনে প্রয়োজনীয় পণ্য কেনাবেচার সহজ মাধ্যম। কিন্তু সম্ভাবনাময় এই মাধ্যম ব্যবহার করে চটকদার বিজ্ঞাপন, অস্বাভাবিক মূল্যছাড়ের নামে ক্রেতাদের আকৃষ্ট করে প্রতারণার জাল বুনেছে অসাধুরা।
শুরুর দিকে কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান সাইক্লোন অফার, ২০% থেকে ১৫০% পর্যন্ত ক্যাশব্যাক দেয়ার অবিশ্বাস্য অফার দিতে দেখা যায়।