1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

করোনাভাইরাসে আরো ৪৮ জনের মৃত্যু এবং নতুন আক্রান্ত ১৩২৭

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৫ বার দেখা হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৪৮ জন মারা গেছেন এবং নতুন করে আরো ১ হাজার ৩২৭ জন আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
এতে জানানো হয়, “গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৩ শতাংশ।”
একই সময়ে ঢাকা মহানগরী ও ঢাকা জেলার উপজেলা সমূহে ৬২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং ৯ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে দেশে মৃত্যুর মোট সংখ্যা ২৬ হাজার ৮৮০ জনে দাঁড়াল এবং মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জনে দাঁড়িয়েছে।
এদিকে গত এক দিনে আরো ৩ হাজার ১৬৮ জন সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ী ফেরায় সুস্থ্য হওয়ার মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জনে দাঁড়াল।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায় যে করোনাভাইরাসে আক্রান্ত ৯৬ দশমিক ৫১ শতাংশ রোগী সুস্থ্য হয়েছে এবং ১ দশমিক ৭৬ শতাংশ রোগী মারা গেছে। মারা যাওয়া ২৬ হাজার ৮৮০ জনের মধ্যে ১১ হাজার ৬৯৯ জন ঢাকা বিভাগ, ৫ হাজার ৪৩২ জন চট্টগ্রাম বিভাগ, ১৯৮৯ জন রাজশাহী বিভাগ, ৩৪৮৬ জন খুলনা বিভাগ, ৯১৯ জন বরিশাল বিভাগ, ১২০৯ জন সিলেট বিভাগ, ১৩৩২ জন রংপুর বিভাগ এবং ৮১৪ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com