তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। নাথের পেটুয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (উপপরিদর্শক) মো: জাফর ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
লাকসাম সার্কেলের সিনিয়র এএসপি মহিতুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে তিন অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হন তিনজন। পরে একজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।