অর্ণব সান্যাল
শিরোনামের ইভ্যালির জায়গায় আরও অনেক নাম বসানো যায়। যুবক হতে পারে, ডেসটিনিও চলে। সবচেয়ে ভালো হয় শূন্য স্থান রাখলে। ভবিষ্যতে তবে নতুন নাম এলে, শুধু স্থান পূরণ করলেই হবে। কারণ, ওটিই যে মৃত্যুসম সর্বস্বান্ত হওয়ার গন্তব্য। তা এই লোভের চক্র কি নতুন কিছু?
নতুন কিছুই নয়, বরং প্রচণ্ড ক্লিশে। অথচ সেই পচা শামুকে পা কাটানোর জন্য এ দেশের মানুষ তাতে বারবার পা বাড়ায়। কারণ, পচা শামুকে তারা দামি মুক্তোর খোঁজ করে। শেষে মুক্তোর বদলে মেলে সাদা পুঁতি। এরপর মুক্তোর খোঁজে থাকা লোভ ভুলে গিয়ে শুরু হয় পচা শামুকের গুষ্টি উদ্ধার। কিন্তু যিনি পূর্বসূরির পা কাটা দেখেও জেনেশুনে পা বাড়ালেন, তার কী হবে ? বিস্তারিত