1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্লট দুর্নীতি শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বায়ুদূষণের তালিকায় ঢাকা পাঁচ নম্বরে শিল্পে গ্যাসের নতুন দরের ঘোষণা আজ ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা পহেলা বৈশাখে ডিএমপির ট্রাফিক নির্দেশনা বিদায় ১৪৩১ : আজ চৈত্রসংক্রান্তি পিছু হটলেন ট্রাম্প, স্মার্টফোন-কম্পিউটারে শুল্ক অব্যাহতি ট্রাম্পের শুল্ক বিরতি ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’ জুলাই-ডিসেম্বর বিদেশি ঋণ কমে ১০৩ বিলিয়ন ডলার ♦ সেপ্টেম্বর প্রান্তিকে বিদেশি ঋণের স্থিতি ছিল ১০ হাজার ৪৩৭ কোটি ডলার ♦ তিন মাসের ব্যবধানে বিদেশি ঋণ কমেছে ৭৪ কোটি ডলার ♦ অফশোর ব্যাংকিং ব্যবসায় মন্দাভাবের প্রভাব পড়েছে বিদেশি ঋণে ♦ বেসরকারি খাতের ঋণের মধ্যে বায়ার্স ক্রেডিট কমেছে ৪৯ কোটি ৬০ লাখ ডলার

শাহজাদপুরে সংঘর্ষে নিহত ১, মহিলাসহ আহত ২০

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৮ বার দেখা হয়েছে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর উপজেলার পল্লী অঞ্চল কৈজুরি ইউনিয়নের গোপালপুর ও পূর্বচরকৈজুরি গ্রামে দু পক্ষের হামলা সংঘর্ষে ১ জন নিহত ও ২০জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে দিকে এ ঘটনা ঘটে।

নিহত গোঞ্জের আলী খাঁ (৬০) পূর্বচর কৈজুরি গ্রামের মৃত মহরম খাঁর ছেলে। সংঘর্ষে আহতরা  হলেন-মামুন(২২), শফিকুল(৩৫), আইয়ুব আলী (৪৫), রেবা খাতুন (৪০), রঞ্জিতা (১৮), ছবি খাতুন (৫০), আমেনা খাতুন (৫৫), আনোয়ারা (৬৫), নাসিমা খাতুন (৩৫), আবু বক্কার (১৩), ইয়ামিন (২০), চম্পা (৩৫), আয়শা (৩৫), উর্মি (২০), কালু (২৪), সাইফুল (৩০), মনি (২৬), কামাল (১৭), রেজিনা (৪০) ও আমিরুল(২২)।

এলাকাবাসী জানায়, প্রায় ঘণ্টাব্যাপী এ হামলা সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের নারী,পুরুষ ও শিশুরা দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি, ফালা, হলঙ্গা, হাসুয়া, রামদা, ঢাল, সর্কি নিয়ে একপক্ষ অপরপক্ষের উপর ঝাপিয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ৬টি বাড়িঘর ভাঙচুর ও ধান, চাল, গরু, ছাগল ও আসবাবপত্র লুটপাট করা হয়। এ হামলা সংঘর্ষে প্রতিপক্ষের ফালা ও হাতুড়ির আঘাতে কৈজুরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য চুন্নু গ্রুপের গোঞ্জের আলী খাঁ ওই ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল গফুর প্রামানিক গ্রুপের লোকের ফালা ও হাতুড়ির আঘাতে নিহত হয়েছেন।

কৈজুরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য চুন্নু গ্রুপের নাসিমা, আয়শা, সাইফুল ও রেজিনা বলেন, ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল গফুর প্রামানিক গ্রুপের লোকজন তাদের উপর অতর্কিতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তাদের বাধা দিলে গোঞ্জেরকে ফালা ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে।

এ বিষয়ে ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল গফুর প্রামানিকের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার পক্ষেও কেউ কোন বক্তব্য দিতে রাজি হননি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটা হত্যা কিনা।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com