1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে শিশু সাজিদের মৃত্যু, দীর্ঘ উদ্ধার অভিযানের অবসান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের ইচ্ছা, নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন অব্যাহত থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি হিসেবে দেখছে বিএনপি সরকারের উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন বিএনপির কর্মশালায় নির্বাচন প্রস্তুতি জোরদারের আহ্বান গণতান্ত্রিক চর্চার বিকাশে চলমান সংস্কারকে গুরুত্ব দিলেন পরিবেশ উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনসভা আয়োজনের নিয়মাবলি প্রকাশ ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী উদ্বোধন, শিল্পচর্চায় স্বকীয়তা অর্জনের ওপর জোর

এসবিএসি ব্যাংকের ১১ কর্মকর্তা বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১৭৬ বার দেখা হয়েছে

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উচ্চপদস্থ ১১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চতুর্থ প্রজন্মের এ ব্যাংকটির বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে দুইজন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চারজন শাখা ব্যবস্থাপক রয়েছেন। বুধবার (৬ অক্টোবর) এসবিএসি সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ব্যাংকের পরিচালকদের মধ্যে পরস্পরবিরোধী দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেলেও এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন ব্যাংকের পর্ষদ নতুন চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা।

বুধবার রাতে গণমাধ্যমকে তিনি বলেন, এটি ম্যানেজমেন্টর বিষয়। আমি এ বিষয়ে কিছু জানি না। ম্যানেজমেন্ট কাকে বহিষ্কার করবে, কাকে প্রমোশন দেবে, কাকে শাখা দায়িত্ব দেবে এটা তাদের দৈনন্দিন কাজ। কেন বহিষ্কার হয়েছে আমি জানি না। এটা বোর্ডের বিষয় না এটা এমডি-ডিএমডি সাহেবরা জানবেন। এটা আমার জানার কথাও না।

এ বিষয়ে এসবিএসির এমডি ও সিইও মোসলেহ্‌ উদ্দীন আহমেদকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এর আগে এসবিএসির ব্যাংকের প্রতিষ্ঠা থেকে টানা নয় বছর চেয়ারম্যান ছিলেন এসএম আমজাদ হোসেন। ওই সময় আমজাদ হোসেন নামে-বেনামে পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে নিজ ব্যাংক থেকেই প্রায় ২৬০ কোটি টাকার ঋণ নিয়েছেন। ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নামে-বেনামে নেওয়া এসব অর্থ এখন ফেরত পাচ্ছে না প্রতিষ্ঠানটি।

ব্যাংকিং-সংক্রান্ত যাবতীয় আইন ও রীতিনীতি সম্পূর্ণরূপে উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এসব ঋণ নিয়েছেন তিনি। পরিশোধের সময় পার হলেও খেলাপি হিসেবে এখনও দেখানো হয়নি ওই ঋণ। এছাড়া ব্যাংকটির নতুন চেয়ারম্যান বস্ত্র খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপের আবদুল কাদির মোল্লার বিরুদ্ধেও রয়েছে ঋণ অনিয়মের নানা অভিযোগ।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. কামাল উদ্দীন,  সফিউদ্দীন আহমেদ, ঋণ প্রশাসন বিভাগের প্রধান (ইভিপি) সালাউদ্দিন আহমেদ, হেড অফ ব্যাংকিং অপারেশন (ইভিপি) এস এম ইকবাল মেহেদি, আন্তর্জাতিক বিভাগের প্রধান (ভিপি) এ এন এম মোয়াজ আহমেদ, খুলনা শাখা প্রধান (এফএভি) এনএম আবুল কালাম সিদ্দিক, খুলনা চোকনগর শাখা প্রধান (এভিপি) মো. মনজুরুল আলম, ফকির হাট, খারাবাত বাইনতলা শাখার প্রধান (এসইও) এসএম রবিউল আলম, ফলটিটা শাখার প্রধান (এসইও) মো. নজরুল ইসলাম, খুলনার বৈদেশিক মুদ্রা শাখার এসকে আবুল ফারাহ এবং কাটাখালি শাখা ম্যানেজার অরুপ কুমার শাহা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com