এসএম মিন্টু প্রতারণার মাধ্যমে গ্রাহকের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ই-কমার্স ও এমএলএম প্রতিষ্ঠানগুলো। এভাবে অর্থ আত্মসাতের অপরাধে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কয়েকজনকে গ্রেফতারের পরও থেমে নেই এ ধরনের প্রতারণা।
প্রতারণার অভিযোগে ই-কমার্স ইভ্যালি, ই-অরেঞ্জ, রিং আইডি, ধামাকা, কিউকম ও এমএলএম এসপিসি ওয়ার্ল্ডের পর এবার সিটি বাজার নামে আরও একটি এমএলএম প্রতিষ্ঠানের প্রতারণার ফাঁদ পাতার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিষ্ঠানটি এরই মধ্যে প্রায় ৩০ হাজার গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন বোরহান উদ্দিন নামে এক ব্যক্তি। সূত্র জানায়, এই চক্রের আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, যারা আন্তর্জাতিক এমএলএমের নামে শত শত কোটি টাকা বিদেশে পাচার করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এমএলএম কোম্পানি সিটি বাজার চলতি বছরের জুনে তাদের কার্যক্রম শুরু করে। আকর্ষণীয় অফার পেয়ে প্রায় ৩০ হাজার গ্রাহক এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়। সম্প্রতি সিআইডির হাতে গ্রেফতার হওয়া আল আমিন ও তার স্ত্রী পরিচালিত এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের মতোই সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিটি বাজার।বিস্তারিত