আল-আমিন অবিশ্বাস্য সব অফার দিয়ে আলোচনায় আসা ই-কমার্স প্রতিষ্ঠান আলিশা মার্ট গ্রাহকের পণ্য ডেলিভারি নিয়ে টালবাহানা শুরু করেছে। চলতি বছরের ১লা জানুয়ারিতে অনলাইনে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। পণ্য দেয়ার নাম করে তারা সংগ্রহ করেছে গ্রাহকের কোটি কোটি টাকা। কিন্তু, অনেক গ্রাহককে তারা পণ্য বুঝিয়ে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ই-কমার্স-এর লেনদেনের বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম উঠে আসার পর আলিশা মার্টে পণ্যের জন্য টাকা প্রদানকারী গ্রাহকেরা তাদের টাকা ফেরত নেয়ার জন্য ঢাকার বনানীসহ একাধিক
অফিসে ভিড় করছেন। কিন্তু, তাদের টাকা ফেরত দেয়া হচ্ছে না। পণ্যের অর্ধেক দামের অফার দিয়ে গ্রাহককে ফাঁদে ফেলে প্রতিষ্ঠানটি কোটি কোটি টাকার বাণিজ্য করছে। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলিশা মার্ট এ ক্যাশ অন ডেলিভারি (সিওডি) বা পণ্য হাতে পাওয়ার পর পেমেন্ট পদ্ধতি নেই।