রাজা মিয়া বিদেশে যাবেন। আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলের ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র মরিশাসে। প্রয়োজনীয় কেনাকাটা করা হয়েছে। স্বজনরা ভিড় করেছেন বাড়িতে
। গ্রামের বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছেন রাজধানী ঢাকায়। বিকাল থেকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে। কিছুক্ষণ পরই বিমান উড়বে আকাশে। রাজা মিয়া একা না।
এসেছেন আরও অনেকে। মরিশাসে একই কোম্পানির ভিসা তাদের। স্বজনদের সঙ্গে বিদায় নিয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের বোর্ডিং পাস করাতে গিয়ে ঘটে বিপত্তি। বিমানের টিকিট ভুয়া। বিমর্ষ হয়ে যায় চেহারা। বিমানবন্দর থেকে বের হয়ে এবার ভিসা যাচাই করেন। সেটা ভুয়া। এজেন্সির ফোন নম্বর বন্ধ। হাওয়া হয়ে গেছে রাজধানীর কুড়িল এলাকার এজেন্সির সেই অফিস। মাথায় আকাশ ভেঙে পড়ে। অন্ধকার দেখতে পান দু’চোখে। নিরুপায় হয়ে ছুটে যান র্যাব-১ এর কার্যালয়ে। অবশেষে গোয়েন্দা সূত্র ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে এই চক্রের মূলহোতা আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে র্যাব। মামলাটি তদন্ত করছে ভাটারা থানা পুলিশ। ভয়ঙ্কর এই চক্রে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।বিস্তারিত