1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, দ্রুত নিয়ন্ত্রণে বড় ক্ষতি এড়ানো চীনা পেশাজীবীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল ভারত হাতিয়ায় অচল নৌ-অ্যাম্বুলেন্সে ব্যাহত জরুরি স্বাস্থ্যসেবা চার দশক পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হলসংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা বাখেরআলী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তসিকুল ইসলামের মরদেহ হস্তান্তর শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ইনকিলাব মঞ্চ মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, ঝুঁকিপূর্ণ ৭২ ঘণ্টা পার করছেন গুগলে সর্বাধিক অনুসন্ধান হওয়া ভারতীয় হিসেবে উঠে এলেন ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী সন্ত্রাসী হামলার পেছনের শক্তি প্রকাশের দাবি জামায়াত আমিরের

বর্ষা বিদায় শুরু, বাড়বে বজ্রপাত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৩৬ বার দেখা হয়েছে

ইকরাম-উদ দৌলা

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এক্ষেত্রে আগামী দু’সপ্তাহে বজ্রপাত বাড়বে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্ষা বিদায়ের সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে এসে ধীরে ধীরে দেশের সীমানা পেরিয়ে উত্তর ও উত্তর-পশ্চিমে ছড়িয়ে পড়ে। একইভাবে সেটা নিচের দিকে নামতে শুরু করে। আর সেই প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে দেশের উত্তরাঞ্চল থেকে বর্ষা বিদায় নেবে। ধীরে ধীরে এটি মধ্যাঞ্চল ও পরে দক্ষিণাঞ্চল তথা সারাদেশ থেকেই বিদায় নেবে। আর এই প্রক্রিয়া সম্পন্ন হতে দুই সপ্তাহের মতো সময় লাগবে। অর্থাৎ অক্টোবরে শেষের দিকেই দেশ থেকে পুরোপুরিভাবে বর্ষা বিদায় নেবে।

আবহাওয়া মো. বজলুর রশিদ জানিয়েছেন, বর্ষা বিদায় নেওয়া অর্থ হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাহার, এই বায়ু আসে বঙ্গোপসাগর থেকে। সঙ্গে নিয়ে আসে প্রচুর জলীয়বাষ্প। কাজেই যে স্থান থেকে বর্ষা বিদায় নেয়, সে জায়গাটায় চলে আসে উত্তর-পশ্চিম বা উত্তর-পূর্ব শুষ্ক বায়ু। আর এই প্রক্রিয়ার চলার সময় দুই ধরনের বায়ুর পারস্পরিক সংস্পর্শের সৃষ্টি হলেই বজ্রপাত বাড়ে। তাই আগামী দু’সপ্তাহ দেশে বজ্রপাত বাড়বে। এই সময়েই বিদায় নেবে বর্ষা।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় এ সময় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি.। দু’দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরাঞ্চল থেকে বিদায় নেবে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাত বাড়তে পারে।

সোমবার (১১ অক্টোবর) দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায়, ৩৬ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বৃষ্টিপাত হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com