1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

‘যথাযথ পদক্ষেপ না নিলে বিলীন হতে পারে ৪২ দেশ’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ২২৯ বার দেখা হয়েছে

জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য যথাযথ পদক্ষেপ না নিলে বিশ্ব থেকে হারিয়ে যেতে পারে ৪২টি ছোট দেশ। সেই লক্ষ্যে জাতিসংঘের আসন্ন সম্মেলনে যথাযথ পদক্ষেপ নিতে হবে বলে জানান কমনওয়েলথের মহাসচিব ব্যারোনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। গতকাল বুধবার (১৪ অক্টোবর) বার্তাসংস্থা এএফপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ব্যারোনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে অস্তিত্বের হুমকিতে রয়েছে বিশ্বের ৪২টি ছোট দেশ।’

এনডিটিভি জানায়, ইতালির রাজধানী রোম সফরের সময় জলবায়ু পরিবর্তন ইস্যুতে একথা বলেন স্কটল্যান্ড। সফরে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করবেন।
এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ টুভ্যালু ও নাউরুর মতো কমনওয়েলথের ছোট ছোট সদস্য রাষ্ট্রগুলো এখন নতুন কোনো জায়গায় যাওয়ার কথা ভাবতে শুরু করেছে। কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমশ বাড়ছে এবং এটি তাদের জন্য খুবই বিপজ্জনক।
এছাড়া নিজের দেশসহ বিভিন্ন দেশে একের পর এক হ্যারিকেন ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়েও উদ্বেগ জানান স্কটল্যান্ড। তিনি বলেন, ‘ডমিনিকাকে দেখতে সাধারণত গার্ডেন অব ইডেনের মতো মনে হয়। তবে ২০১৭ সালে হ্যারিকেন মারিয়া আঘাত হানার পর সেখানকার অনেক গাছের বাকল পর্যন্ত উঠে গেছে, সেসব গাছে একটি সবুজ পাতাও অবশিষ্ট ছিল না। ডমিনিকাকে এখন একটি রণক্ষেত্র বলে মনে হয়।’

আগামী ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত স্টকল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈশ্বিক অর্থনীতিতে কার্বনের ব্যবহার রোধ করা এবং বিপর্যয়কর বৈশ্বিক উষ্ণতা থেকে বিশ্বকে রক্ষায় আন্তর্জাতিক চুক্তি বা সমঝোতায় পৌঁছানোই এই সম্মেলনের লক্ষ্য।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com