প্রথম ম্যাচ না হারলে হয়তো সুপার টুয়েলভে যাওয়ার হিসেবটা এতোটা কঠিন হতো না। স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ পেয়েছে দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জয়। এবার বাঁচা-মরার লড়াইয়ে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয়েছে টাইগাররা। ইতিমধ্যেই টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
বাছাইপর্বের বাধা পেরিয়ে সবার আগে বিশ্বকাপে নাম লেখায় পাপুয়া নিউগিনি। প্রথমবারের মতো ক্রিকেটের বিশ্বমঞ্চে তারা। বিশ্বকাপের আরেক নবাগত নামিবিয়া অভিষেক আসরেই জয়ের খাতা খুলেছে। পাপুয়া নিউগিনি আজ শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। টাইগারদের বিপক্ষে জয়ের স্বপ্ন তাদের।
অন্যদিকে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। জিতলেই সুপার টুয়েলভে নাম লেখাবে রাসেল ডমিঙ্গোর দল।
এ ম্যাচে বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসেনি। আগের ম্যাচের উইনিং ইলেভেন নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। অপরদিকে দুটি পরিবর্তন নিয়ে বাংলাদেশের মুখোমুখি হয়েছে পাপুয়া নিউগিনি।
বাংলাদেশ একাদশ:
মোহাম্মদ নাঈম, লিটন দাস. সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
পিএনজি একাদশ: লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সিমন আতাই, হিরি হিরি, নরমান ভানুয়া, কিপলিন দরিগা, চাদ সোপার, কাবুয়া মরেয়া, ডেমিয়েন রাভু।