শেখ আবদুল্লাহ
আয়কর সম্পর্কে কিছু তথ্য করদাতার অবশ্যই জানা থাকা দরকার। আয়কর দিতে হয় আগের অর্থবছরের আয়ের ওপর কর। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের পরের অর্থবছরে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময় দিয়ে থাকে। তবে বেশিরভাগ ব্যক্তি ও প্রতিষ্ঠান কর দিয়ে থাকে অক্টোবর ও নভেম্বর মাসে। আয়কর দিতে করদাতাকে কোন কোন বিষয় জানতে হবে, তা নিয়ে লিখেছেন শেখ আবদুল্লাহ
বর্তমানে করদাতারা ২০২১-২২ কর বছরের জন্য কর দিচ্ছেন। কিন্তু করের হিসাব করা হচ্ছে করদাতার ২০২০-২১ অর্থবছরের আয়ের ওপর। করদাতাদের অনেকেই বেশ দক্ষতার সঙ্গে রিটার্ন ফরম পূরণ ও কর পরিশোধ করে থাকেন। কিন্তু অনেকেই আছেন, যাদের এ বিষয়ে বিস্তারিত ধারণা নেই। আয়কর রিটার্নে কী কী তথ্য দিতে হবে, রিটার্নের সঙ্গে কোন কোন নথিপত্র জমা দিতে হবে, কোন আয় অবশ্যই উল্লেখ করা দরকার- এসব বিষয়ে অনেকের জানার ঘাটতি রয়েছে। যথাযথ তথ্য রিটার্নে উল্লেখ না করা বা ভুল করায় নানা জটিলতায়ও পড়েন। বিশেষত নতুন করদাতার ক্ষেত্রে এ ধরনের ঘটনা বেশি ঘটে। করদাতারা যাতে সহজে সঠিকভাবে রিটার্ন ফরম পূরণ করতে পারেন, সেজন্য এনবিআর তার ওয়েবসাইটে করবিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে রেখেছে।বিস্তারিত