1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ৩০ মে ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাগরে নিম্নচাপ, বৃষ্টি ঝরতে পারে সারা দিন প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বর–জুনের মধ্যে নির্বাচন টালমাটাল ব্যাংকিং খাত ♦ ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে তারল্য সহায়তা ♦ কাটেনি ১০ ব্যাংকের সমস্যা ♦ একাধিক এমডির পদত্যাগ ♦ সমস্যা আরও বাড়বে একীভূতকরণে তারুণ্যের সমাবেশে তারেক রহমান নির্বাচন ডিসেম্বরেই হতে হবে বাজেট ২০২৫-২৬ বিদেশি ঋণের ওপর নির্ভরতা বাড়বে গত আট মাসে বিদেশি ঋণ নেওয়া হয়েছে ৪.১৩ বিলিয়ন ডলার, ১২০ টাকা হারে ধরা হলে এর পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা টার্মিনালের বাস রাস্তায় ► তীব্র যানজটে ভোগান্তি ► অগ্রগতি নেই টার্মিনাল সরানো প্রকল্পের Rains likely in 6 divisions, including Dhaka National election must be held by December: Tarique CA informs Japan of ‘cut-off time’ for Bangladesh polls: Alam CA urges Asian nations to work together to face shared challenges

মণ্ডপে সহিংসতায় ইন্ধনদাতাদের নাম প্রকাশ শিগগিরই : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ১০৮ বার দেখা হয়েছে

শিগগির পূজামণ্ডপে সহিংসতায় ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

তিনি বলেন, কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনায় ১০টি মামলায় ১৮ জনকে গ্রেপ্তারসহ ৬৪ জনকে আটক করা হয়েছে। রংপুর ও নোয়াখালীর ঘটনায় গ্রেফতাররা ইন্ধনদাতাদের নাম জানিয়েছে। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তারা এসব নাম জানিয়েছেন। তবে আমরা শতভাগ নিশ্চিত হয়ে তাদের নাম আপনাদের সামনে প্রকাশ করবো। সেখানে বিএনপি-জামায়াত আছে কি না সেটা এখনই বলতে চাচ্ছি না। আমরা নিশ্চিত হয়েই আপনাদের জানাতে চাই। গ্রেফতারদের জবানবন্দি নেওয়া হচ্ছে, শিগগির সেই ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে। কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পগুলোর ভেতরে নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে এপিবিএন, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর জনবল ও লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাম্পের ভেতরে পুলিশ, এপিবিএন, আনসার ও র‌্যাবের যৌথ টহল আরও বৃদ্ধি করা হবে। ক্যাম্পের বাইরে সেনবাহিনী, বিজিবি, র‌্যাব রয়েছে। তারা সব সময় সতর্ক অবস্থায় আছে ও থাকবে। রোহিঙ্গা ক্যাম্পে মাদক প্রবেশ, মাদক ব্যবস্থা ও বিক্রয় রোধে মনিটরিং বাড়ানো হবে।

এ সময় বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com