1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৬ মে ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে ট্রাকের চাপায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী সরকারি চাকরি অধ্যাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ গার্ডিয়ানের প্রতিবেদন লন্ডনে সালমান এফ রহমান পরিবারের ১৫০০ কোটি টাকার সম্পত্তি জব্দ আজ জাতীয় কবির জন্মজয়ন্তী ট্রেনে ঈদ যাত্রার ৪ জুনের টিকিট মিলছে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে আরো আট দল-সংগঠনের বৈঠক সন্ধ্যায় ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অনঢ় প্রধান উপদেষ্টা ‘অধ্যাপক ইউনূস তার কথায় অটল। পরবর্তী জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।’ ভুট্টাগুঁড়া দিয়ে তৈরি হতো ডায়াবেটিসের ওষুধ! লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিক্রি হতো নকল স্বাস্থ্য সাপ্লিমেন্ট গাজায় আরো ৭৯ ফিলিস্তিনির মৃত্যু, নিহত বেড়ে ৫৩,৯০১ পাকিস্তানে তুমুল ঝড়-বৃষ্টিতে ১৩ জনের প্রাণহানি, আহত ৯২

হাজার টোনের ফেরি উদ্ধারে ৬০ টনের জাহাজ!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ১৩০ বার দেখা হয়েছে

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে পৌঁছে কাত হয়ে উল্টে গেছে রো রো ফেরি শাহ আমানত। ফেরিটি উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। ফেরিতে পানি প্রবেশ করায় তার ওজন হাজার টোনের বেশি দাঁড়ালেও ৬০ টন ওজনের হামজাকে দিয়ে কীভাবে ফেরিটিকে উদ্ধার করা যায় সেভাবে আলোচনা করছেন কর্মকর্তারা।

আজ বুধবার সকালে পদ্মায় কাত হয়ে উল্টে যায় শাহ আমানত। এরপরই তাকে উদ্ধারে হামজাকে আনা হয়। বিআইডব্লিউটিএ’র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল আলম বলেন, ‘ফেরিটির ভেতরে পানি ঢুকে এটির ওজন হাজার টনের বেশি দাঁড়িয়েছে বলে ধারণা করা যায়। কিন্তু হামজার সক্ষমতা মাত্র ৬০ টন। হামজাকে দিয়ে কীভাবে ফেরিটিকে উদ্ধার করা যাবে সে বিষয়ে আলোচনা চলছে।’

নুরুল আলম আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই আরিচা ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ হামজাকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিকেল ৪টা পর্যন্ত হামজা দুটি ট্রাক টেনে তুলতে সক্ষম হয়। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে ফেরিটিকে উদ্ধার করা।’

 

বিআইডব্লিউটিএ’র এই কর্মকর্তা জানান, ডুবে থাকা ট্রাকগুলোকে শনাক্ত করা গেছে। ট্রাকগুলোতে দড়ি বাঁধার কাজ চলছে। এর মধ্যে দুটি ট্রাক টেনে তোলা হয়েছে হামজাকে দিয়ে। উদ্ধার অভিযান দীর্ঘতর হতে পারে জানান তিনি।

এদিকে ফেরি উল্টে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা নিখোঁজের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে ফেরির ভেতরে থাকা যানবাহনগুলোতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

পুলিশ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন, ফেরিতে ১৭টি পণ্যবাহী ট্রাক ছাড়াও কয়েকটি মোটর সাইকেল ও প্রাইভেট কার ছিল। ঘাটে আসার পর ফেরি থেকে কয়েকটি গাড়ি নামলেও বাকিগুলো ফেরির সঙ্গেই ডুবে যায়। পরে কয়েকটি ট্রাক ও ভ্যানকে নদীতে ভাসতে দেখা যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com