1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে শিশু সাজিদের মৃত্যু, দীর্ঘ উদ্ধার অভিযানের অবসান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের ইচ্ছা, নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন অব্যাহত থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি হিসেবে দেখছে বিএনপি সরকারের উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন বিএনপির কর্মশালায় নির্বাচন প্রস্তুতি জোরদারের আহ্বান গণতান্ত্রিক চর্চার বিকাশে চলমান সংস্কারকে গুরুত্ব দিলেন পরিবেশ উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনসভা আয়োজনের নিয়মাবলি প্রকাশ ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী উদ্বোধন, শিল্পচর্চায় স্বকীয়তা অর্জনের ওপর জোর

আগামী বছর বিশ্ব অর্থনীতির অন্যতম যে দুই ঝুঁকি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪৮৪ বার দেখা হয়েছে

বিশ্বজুড়ে ৫০০ জনের বেশি অর্থনীতিবিদের ওপর জরিপ চালিয়ে রয়টার্স এ সিদ্ধান্তে পৌঁছেছে যে ২৫টি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ১৩টি আগামী বছরের শেষের আগে অন্তত একবার সুদের হার বাড়াবে। কেউ কেউ ইতিমধ্যেই বাড়িয়েছেও, যেমন: নিউজিল্যান্ড, রাশিয়া ও ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক।

জরিপে অংশ নেওয়া প্রায় এক–চতুর্থাংশ অর্থনীতিবিদ বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দীপনা খুব দ্রুত কমিয়ে দিলে বিশ্ব অর্থনীতি বড় ঝুঁকির মধ্যে পড়বে। করোনা মহামারিতে সরবরাহের শৃঙ্খল বিঘ্নিত হওয়া ও করোনার প্রকোপ তৃতীয় বছরে প্রবেশ করবে বলেও আশঙ্কা করছেন তাঁরা। তাঁরা বলছেন, করোনার প্রকোপ এখন কমেছে; তবে এখনো শেষ হয়ে যায়নি, তাই হুমকি থেকেই যাচ্ছে।

জরিপের তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৯ শতাংশ হবে, আগামী বছর তা কমে হবে সাড়ে ৪ শতাংশ। এ বছরের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে পূর্বাভাস দিয়েছিল, তার সমান হলেও আগামী বছর তাদের পূর্বাভাসের চেয়ে অর্থনীতি আরও বেশি শ্লথ হবে বলে মনে করছেন রয়টার্সের জরিপে অংশগ্রহণকারীরা। আইএমএফের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বছর ৪ দশমিক ৯ হবে। জরিপে বলা হয়েছে, ২০২৩ সালে এই প্রবৃদ্ধি আরও কমে হবে—সাড়ে ৩ শতাংশ।

অর্থনীতিবিদেরা বলছেন, ২১ উন্নত অর্থনীতির মধ্যে ১৮টি মূল্যস্ফীতি আউটলুক বাড়িয়েছে। সেই সঙ্গে ২৭টি উদীয়মান অর্থনীতির মধ্যে ১৫টি মুদ্রাস্ফীতির দৃষ্টিভঙ্গি বাড়িয়েছে। তবে প্রায় দুই-তৃতীয়াংশ অর্থনীতিবিদ বলেছেন, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির সাম্প্রতিক বৃদ্ধি আগামী তিন থেকে চার বছর ধরে অব্যাহত থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com