গ্রাহকের প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা ও খুলনাসহ বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও জুবাইয়ের সিদ্দিক ওরফে মানিক, মাহমুদ সিদ্দিক ওরফে রতন, আবু বক্কর সিদ্দিক ও মিনারুল ইসলাম। এদের সকলের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
র্যাব-৬ জানায়, আতিকুর রহমান উজ্জল নামে এক গ্রাহক আদিয়ান মার্টের সদস্যদের বিরুদ্ধে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা আদালতে আঠার লাখ বায়ান্ন হাজার চারশত আশি টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতারণা মামলা দায়ের করেন। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদেরকে গ্রেফতার হয়েছে।
প্রতিষ্ঠাকাল ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকেই আদিয়ান মার্ট বিভিন্ন অফারের মাধ্যমে জনসাধারণকে আকৃষ্ট করে চুয়াডাঙ্গা জেলাসহ সারাদেশ থেকে অসংখ্য গ্রাহকের কাছ থেকে প্রায় ৭ কোটি টাকা আত্মসাত করেছে অভিযোগ পাওয়া গেছে।