মাত্র সাড়ে তিন মাস মেয়াদ রয়েছে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি)। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি বিদায় নেবেন তারা। এরপর সাংবিধানিক সংস্থাটিতে দায়িত্ব নেবে নতুন কমিশন। তাদের অধীনে হবে পরবর্তী সংসদ নির্বাচন।
নানা বিতর্ক নিয়ে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। বিদায়ের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর উদ্যোগ নিয়ে নতুন সমালোচনার মুখে পড়েছে ইসি। এ ছাড়া চলমান ইউনিয়ন পরিষদের নির্বাচনে খুনোখুনি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হিড়িক নিয়ে নানা আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে।বিস্তারিত