বাংলাদেশ মুসলিম সমাজের দলীয় কার্যালয় সিরাতুন নবী (সাঃ) উপলক্ষে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুল (সাঃ) এর নিদর্শন ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোঃ মাসুদ হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম নাজিমউদ্দিন আল-আজাদ বলেন, বাস ভবন থেকে সংসদ ভবন রাষ্ট্রের সর্বস্তরে মহান আল্লাহর নির্দেশিত ও বিশ্ব নবী (সাঃ) প্রদর্শিত জীবন বিধান পালনের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোঃ মাসুদ হোসেন বলেন, শান্তি-শৃঙ্খলা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে শিশু শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরের পাঠ্যপুস্তকে রাসুল (সাঃ) জীবনী অন্তর্ভূক্ত করতে হবে।
বাংলাদেশ মুসলিম সমাজের প্রেসিডিয়াম সদস্য আসাদুল্লাহ দেওয়ানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মোফাস্সির অধ্যাপক বাজলুর রহমান আমিনী, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাল শামিম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান ও দৈনিক সরকার পত্রিকার সম্পাদক মাওলানা ওবায়দুল হক, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, তৃণমূল নাগরিক আন্দোলনের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান লিটন, মহাসচিব রমজান আলী, বাংলাদেশ মুসলিম সমাজের কেন্দ্রীয় সদস্য আজহারুল ইসলাম সোহেল, মোঃ মোহসিন মেলকার, মোঃ রাকিব সিদ্দিকী জিহাদসহ প্রমুখ।