1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

মোংলায় গ্যাস কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১৬৪ বার দেখা হয়েছে

মোংলা বন্দরের শিল্পাঞ্চলে অবস্থিত বসুন্ধরা গ্যাস কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয়জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কারখানার মেইন পয়েন্ট থেকে ৪৫ কেজি ওজনের একটি বড় সিলিন্ডারে গ্যাস ভরার সময় এ বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।

হাসপাতালে ভর্তি করা হয়েছে বাগেরহাট মোংলার শেলাবুনিয়া গ্রামের মো: সাইফুল ইসলাম (৩০), রামপাল উপজেলার ফয়লা বাজারের মো: তরিকুল ইসলাম (২৮), সোনাতুনিয়া গ্রামের আজিম (৩১), পেড়িখালী গ্রামের ইমরান (২৯) ও একই এলাকার হাসান সিকদার (২৮) ও খুলনার বটিয়াঘাটার নূর আলমকে (২৬)।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় মোংলা বন্দরের শিল্পাঞ্চলের বসুন্ধধরা নামের একটি গ্যাস কারখানায় গ্যাস বোতলজাত (সিলিন্ডার) করছিল শ্রমিকরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৪৫ কেজি ওজনের একটি সিলিন্ডার লিকেজ হয়ে হঠাৎ বিস্ফোরিত হয়। এ সময় কারখানার মধ্যে গ্যাস সিলিন্ডার ভর্তি করার কাজে নিয়োজিত ছয়জন শ্রমিক গ্যাসের আগুনে দগ্ধ হয়। দগ্ধ শ্রমিকদের আর্তচিৎকারে অপর পাশের কারখানার কয়েকজন কর্মকর্তা ও শ্রমিকরা দ্রুত তাদের উদ্ধার করে কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা দেয়ার ব্যবস্থা করে। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com