আইসিসি আগেই জানিয়েছে ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলতে হলে আগামী ১৫ নভেম্বরের মধ্যে থাকতে হবে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে। বিশ্বকাপে ভরাডুবির পরও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে আটে থাকায় প্রথমবারের মতো প্রাথমিক পর্ব এড়াতে পারল বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ হারায় পর ওয়েস্ট ইন্ডিজ নেমে আসে ১০ নম্বরে, তাদের রেটিং পয়েন্ট এখন ২২৬। ২৩৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
শুধু বাংলাদেশ নয়, ওয়েস্ট ইন্ডিজের হারের সুবিধা পেয়েছে আফগানিস্তানও। ২৩৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আফগানদের অবস্থান।
এবারের বিশ্বকাপে আফগানদের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, ম্যাচটিতে হারলে হয়তো র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে নেমে আসবে আফগানিস্তান। কিন্তু তবু শীর্ষে আটে থাকায় সরাসরিই বিশ্বকাপ খেলতে পারবে মোহাম্মদ নবীর দল।
মূল পর্বে সরাসরি খেলা বাকি দল গুলো হলো—ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এক বছরের ব্যবধানে দুটি বিশ্বকাপ হওয়ায় সুপার টুয়েলভের দল বাছাইয়ের জন্য এই প্রক্রিয়া বেছে নেয় আইসিসি।