1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উপদেষ্টা পরিষদে রদবদল, শপথ অনুষ্ঠান ‘স্লো’ নির্দেশ তারেকের প্রত্যাবর্তনে লালমনিরহাটে ট্রেন অবরোধ, যাত্রীরা ভোগান্তিতে দেশ ট্রানজিশনে, বিএনপি মহাসচিবের নির্বাচন ও পরিবর্তনকালীন মন্তব্য আইন সবার জন্য সমান, নির্বাচনে কোনো ছাড় নেই—সিইসি বার্তা একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ উন্নয়ন প্রকল্প অনুমোদন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে উপদেষ্টা পরিষদে রদবদলের আলোচনা, স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তনের সম্ভাবনা আইনের শাসন নিশ্চিত করেই গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্ভব: সিইসি নাসির উদ্দিন ৭ ঘণ্টায় ১২ লাখ টাকার তহবিল পেল এনসিপি গণমাধ্যমে আক্রমণ অগনতান্ত্রিক ভাবে ক্ষমতা দখলের চক্রান্ত হাদি, হাসনাতও ব্যারিস্টার ফুয়াদের আইনজীবী নাজিরুল কবিরের সঙ্গে সম্পর্কের ছবি ভাইরাল, উঠেছে প্রশ্ন

রাজধানীতে গণপরিবহন নেই, তবুও তীব্র যানজট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩১৮ বার দেখা হয়েছে

গত শুক্রবার থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘটের তৃতীয় দিন আজ রোববার। গত দুইদিন বেশিরভাগ অফিস বন্ধ থাকায় রাস্তায় কার্যত গণমানুষের চাপ কম থাকার কথা ছিল। কিন্তু বিভিন্ন দফতরের ৩২টি চাকরির পরীক্ষা থাকায় সারাদেশ থেকে চাকরিপ্রত্যাশীরা রাজধানীতে ভীড় করে। পড়ে চরম ভোগান্তিতে।

রোববার সব ধরনের সরকারি ও বেসরকারি অফিস খুলে দেওয়ায় চাকরিজীবীরা অফিসের উদ্দেশ্যে বের হয়। সবমিলিয়ে ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটে রাজধানীর পথে পথে মানুষের ভোগান্তির শেষ নেই।

গণপরিবহন না থাকায় ভোগান্তির সঙ্গে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল, রিকশা আর সিএনজিচালিত অটোরিকশার আধিক্যে সড়কে যুক্তে হয়েছে তীব্র যানজট। সঙ্গে ইচ্ছে মতো ভাড়া চাওয়া তো রয়েছেই।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর মিরপুর, কল্যাণপুর, আগারগাঁও, তেজগাঁও, বিজয় সরনি, মহাখালী, কলেজগেট, সায়েন্সল্যাব, নিউ মার্কেট, শাহবাগ, প্রেসক্লাব ও কাকরাইল এলাকায় দেখা যায় তীব্র যানজট।

মোড়ে মোড়ে যাত্রীদের বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আর এ সুযোগে নির্ধারিত ও স্বাভাবিক ভাড়ার চেয়ে বেশি ভাড়া হাঁকছেন সিএনজি, রিকশা ও মোটরসাইকেলে যাত্রী টানা চালকেরা।

আগারগাঁও এলাকায় আজিবুর সজিব নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা বলেন, অফিসের বাসে চলাচল করতাম। কিন্তু আজ তীব্র যানজটের কারণে বাস শেওরাপাড়ায় পৌঁছাতেই পারেনি। বাধ্য হয়ে হেঁটে আসি আগারগাঁও মোড়ে। কিন্তু এখানে তীব্র যানজট। কোনো সিএনজি বা মোটরসাইকেলে চেপে যে গন্তব্যে পৌঁছবো সে অবস্থাও নেই। পুরো সড়ক যেন ‘কলাপস’ হয়ে আছে।

কার, মাইক্রোবাস, মোটরসাইকেল, রিকশা আর সিএনজিচালিত অটোরিকশার আধিক্যে সড়কে যুক্তে হয়েছে তীব্র যানজট। কলাবাগান এলাকায় কথা হয় গেন্ডারিয়ার একটি দোকানের মালিক মেহেরুল ইসলাম। তিনি বলেন, বাসা থেকে প্রতিদিন ব্যক্তিগত গাড়িতেই বের হই। আজও বের হয়েছি, কিন্তু ধানমন্ডির বাসা থেকে কলাবাগান পার হতে পারিনি এখনও অথচ একঘণ্টা পেরিয়ে গেছে। সামনে গাড়ির দীর্ঘ সারি। মূল সড়কে রিকশা, লেগুনা সবই চলছে। জানি না আজ গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আত্মীয় ভর্তি। সেখান থেকে তিনদিন পর আজ উত্তরায় বাসায় ফিরবেন ভেবে বের হয়েছিলেন আবুল কালাম। তিনি বলেন, ধর্মঘটের কারণে বাস মিলছে না। ৩৫০ টাকার বিপরীতে উত্তরা যেতে ৭০০ টাকা চাইছে সিএনজি চালক। মোটরসাইকেল চালকও অ্যাপে যাচ্ছে না। খ্যাপে চাইছে ৫০০ টাকা। বাধ্য হয়ে ৩০০ টাকায় মালবাহী উত্তরাগামী একটি পিকআপে উঠেছি।

তিনি বলেন, পুরো নগর স্থবির, অরাজকতা বিরাজ করছে। কোনো কিছুরই যেন সুরাহা হয় না এই নগরীতে। ধর্মঘটে যাত্রী ভোগান্তি। তার ওপর বাড়তি ভাড়ার বিড়ম্বনা তো আছেই। তবুও যে গন্তব্যে সঠিক সময়ে পৌঁছবো তার কোনো গ্যারান্টি নাই। গণপরিবহন ছাড়া ঠাসা সড়কে থেমে থেমে চলছে সব গাড়ি।

এসব বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবর রহমান বলেন, সড়কে গণপরিবহন চলছে না। গণভোগান্তি কমাতে বিআরটিসি অতিরিক্ত বাস নামিয়েছে। রেন্ট-এ কার অনেক নেমেছে। মূল সমস্যা তৈরি করছে রিকশা। যাত্রী নিয়ে অলি-গলি ছাপিয়ে মূল সড়কে চলে এসেছে অধিক সংখ্যক রিকশা। এর বাইরে প্রাইভেটকারসহ অন্যান্য ব্যক্তিগত গাড়ি তো আছেই। যে কারণে সড়কে গণপরিবহন না থাকলেও চাপ কমেনি। তাছাড়া এলোমেলো রাস্তা পারাপার তো আছেই। সব মিলে সকাল থেকে নগরজুড়ে যানজট লেগে আছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যানজট নিরসনে চেষ্টা চলছে। রিকশা মূল সড়কে চলাচল বন্ধ রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যাত্রীদের ভোগান্তি ও চাহিদাও বিবেচনা করতে হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com