অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের একটি সূত্র জানিয়েছে, এই স্নাতকোত্তর চিকিৎসা প্রতিষ্ঠানটি নিয়ে ওঠা কয়েকটি অভিযোগ তারাও খতিয়ে দেখছে।
তবে যাঁরা নিয়োগে সুযোগ পাননি, তাঁরাই অভিযোগ করছেন বলে মনে করেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা নঈমুল হক চৌধুরী। আত্মীয়করণ, স্বজনপ্রীতি, আর্থিক লেনদেনসসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তিনি আজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যে সুযোগ পেয়েছেন, তিনি ভালো আছেন, আর যে সুযোগ পাননি, তিনি তো নানান কথা বলবেনই।’
ইউজিসির অনুমোদিত পদের চেয়ে অতিরিক্ত নিয়োগের বিষয়ে নঈমুল হক চৌধুরী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বেতন-ভাতা খাতে একটি তহবিল দিয়েছে। সেখান থেকেই সিন্ডিকেট অনুমোদিত পদগুলোর জন্য এই টাকা ব্যবহার করা হয়েছে।
২০১৮ সালের অক্টোবর প্রতিষ্ঠিত হয় স্নাতকোত্তর চিকিৎসা প্রতিষ্ঠান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। ওই বছরের নভেম্বর উপাচার্য হিসেবে নিয়োগ পান এমএজি ওসমানী মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টিকে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’ নামকরণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। বর্তমানে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলছে। তবে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে নগরীর উপকণ্ঠে দক্ষিণ সুরমা এলাকায় ৮০ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা নঈমুল হক চৌধুরী।
ইউজিসি ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়টিতে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি মিলিয়ে রাজস্ব খাতে ১১৩টি পদে জনবল নিয়োগ দেওয়ার অনুমোদন দেওয়া হয়। উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব পদে নিয়োগ দিতে বলে নির্দেশ দিয়েছিল ইউজিসি। এ ছাড়া ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থায়ী নিয়োগে নিষেধাজ্ঞা আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পর্যন্ত মোট ১৭৪ জনকে নিয়োগ দিয়েছে। এর মধ্যে ইউজিসির অনুমোদিত পদের বিপরীতে নিয়োগ দেওয়া হয়েছে ৬৪টি পদে। বাকি শতাধিক পদে নিয়োগ দেওয়া হয়েছে অস্থায়ী ভিত্তিতে। আর এই অস্থায়ীভাবে নিয়োগ দিতে গিয়েই অনিয়মগুলো হয়েছে বলে অভিযোগ উঠেছে।