দৈনিক আলোকিত বাংলাদেশ গত ১৪ দিন ধরে প্রকাশিত হচ্ছে না। এ পরিস্থিতিতে বেশ কয়েক মাসের বেতন বকেয়া থাকায় দৈনিকটির সংবাদকর্মীরা কর্মবিরতিতে রয়েছেন।
এর আগে করোনাকালে বিপুল সংখ্যক সংবাদকর্মীকে ছাটাই করে দৈনিকটি। ওই সংবাদকর্মীদের ‘টার্মিনেশন বেনিফিট’ বাবত যে অর্থ দেয়ার কথা, সেগুলোর চেক দিলেও অর্থ পরিশোধ করেনি কর্তৃপক্ষ।
চাকরিচ্যুতরা জানান, চেক দিয়েও ব্যাংকে টাকা জমা না দিয়ে হয়রানি করে চলেছে আলোকিত বাংলাদেশ কর্তৃপক্ষ। এ ছাড়া সংবাদপত্রটির বহু কর্মী বেকার হয়ে পড়েছেন। তাদের বেতনের অর্থ পরিশোধ করা হচ্ছে না।
আলোকিত বাংলাদেশে চাকরি করেন- এমন একজন বলেন, মাসের পর মাস ধরে বেতন দিচ্ছে না আলোকিত বাংলাদেশ কর্তৃপক্ষ। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে চলবো কিভাবে?
আলোকিত বাংলাদেশ ঢাকা আহছানিয়া মিশনের একটি অঙ্গ-প্রতিষ্ঠান। সংবাদকর্মীদের এ দুর্দশার মধ্যে তাদের সক্রিয়তা নেই বললেই চলে। এ পরিস্থিতিতে সাংবাদিক সংগঠনগুলোর সহযোগিতা প্রত্যাশা করছেন সাংবাদিকরা।