আগেই ঘোষণা দেওয়া হয়েছিল গতবারের মতো এ বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে লেখা নির্দেশনায় বোর্ড বলেছে, করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষা-শিখন কার্যক্রম বিবেচনায় ২০২১ সালের জেএসসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জেএসসি পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের মূল্যায়ন করে প্রস্তুত করা ফলের ভিত্তিতে বোর্ড থেকে উত্তীর্ণ সনদের জন্য ফরম পূরণের জন্য নির্দেশ দেওয়া হলো।
এর কিছুদিন আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা দিয়ে বলা হয়, ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে মাধ্যমিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত তিন বিষয়ে (বাংলা, ইংরেজি ও গণিত) বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির প্রাক্-নির্বাচনী পরীক্ষা নিতে হবে।