সানাউল্লাহ সাকিব
ঢাকারাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) থাকাকালে আতাউর রহমান প্রধান ক্ষমতার অপব্যবহার করে নির্মাণ প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশনকে ঋণসুবিধা দিয়েছেন। তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই গ্যারান্টিকে (নন–ফান্ডেড) সরাসরি ঋণে (ফান্ডেড) রূপান্তরের অনুমোদন দেন।
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিএফআইইউ মনে করে, ডলি কনস্ট্রাকশনকে এভাবে ঋণ দেওয়ায় ব্যাংকের আমানতকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রূপালী ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বিস্তারিত