নিজস্ব প্রতিবেদক
আলিবাবা গ্রুপের অঙ্গসংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ চতুর্থবারের মতো আয়োজন করেছে বিগেস্ট ওয়ান ডে সেল ক্যাম্পেইন ইলেভেন ইলেভেন (১১.১১)।
ক্যাম্পেইনটি আজ ১১ নভেম্বর শুরু হয়ে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে। এ ক্যাম্পেইনে অংশ হিসেবে এক টাকা গেম ও স্পিন দ্যা হুইল কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল কিন্তু এ দুইটি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে দারাজ কর্তৃপক্ষকে দেয়া চিঠিতে বলা হয়, এক টাকা গেম ও স্পিন দ্যা হুইল কার্যক্রম প্রচলিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, প্রতিযোগিতা আইন, ২০১২ এবং চুক্তি আইন, ১৮৭২ এর পরিপন্থী তাই এদুটি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হল।
তবে দারাজের ১১.১১ ক্যাম্পেইনে আকর্ষণীয় ছাড়সহ অন্যান্য কার্যক্রম যেমন- মিস্ট্রি বক্স, সারপ্রাইজ ভাউচার, গেজ অ্যান্ড গেট ইট ফ্রি, বিগ বাই উইন, থাউজেন্ডস টাকা ডিসকাউন্ট, শেক শেক- সেলার ডাবল টাকা ভাউচার, ফ্ল্যাশ সেল, বিগ বাই উইন, ১১’ও ক্লক ডিলস ও অ্যাড টু কার্ট গিভওয়েসহ অন্যান্য ক্যাম্পেইনে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি।