এবার শিল্প গ্রুপের নামে এমএলএম প্রতারকের খপ্পরে নিঃস্ব লাখো গ্রাহক
রিপোর্টার
আপডেট :
মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
১৩৩
বার দেখা হয়েছে
শামীম আহমেদ
শামীম আহমেদ ই-কমার্সের নামে এমএলএম (মাল্টি লেবেল মার্কেটিং) প্রতারণা থামছেই না। এবার ৭৫ বছরের পুরনো গ্রুপ অব কোম্পানিজের নাম ভাঙিয়ে এমএলএম পদ্ধতিতে তিন মাসেই কয়েক লাখ মানুষের শতাধিক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এসএম গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে গার্মেন্ট শ্রমিক, দিনমজুর, স্বামী পরিত্যক্তা অসহায় নারীও। প্রতারক প্রতিষ্ঠানটির খপ্পরে পড়ে শেষ সম্বল হারিয়ে এখন দিশাহারা কেরানীগঞ্জের বাসিন্দা স্বামী পরিত্যক্তা শারমিন।