1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

মোংলায় কয়লাবোঝাই জাহাজডু‌বি, নি‌খোঁজ ৩ নাবিক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৫৮ বার দেখা হয়েছে

মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় একটি বাণিজ্যিক জাহাজের ধাক্কা লেগে এমভি ফারদিন নামক কয়লা বোঝাই একটি জাহাজ ডুবে যায়। এতে জাহাটিতে থাকা তিন নাবিক নিখোঁজ।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই জাহাজ ডুবির ঘটনা ঘটে। বন্দরের হরবাড়িয়া ৯ নম্বরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজ এমভি এলিনা বি থেকে কয়লা বোঝাই করে ঢাকা মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি ফারদিন ১ বাল্কহেডটি। ওই সময় বিপরীত দিক থেকে বন্দর ত্যাগ করার সময় বিদেশী বাণিজ্যিক জাহাজ এমভি হ্যান্ডপার্ক নামক জাহাজের সঙ্গে ধাক্কা লাগে কয়লা বোঝাই বাল্কহেডটির।

এর পর ধীরে ধীরে বাল্কহেডটির পিছনের অংশ ডুবে যায়। এসময় স্টিভিডরিং কোম্পানী মেসার্স টি হক’র লঞ্চ এসে লাইটারের দুই কর্মচারী ও এক আনসারকে উদ্ধার করে। এখনো নিখোঁজ রয়েছেন বাল্কহেডের তিন কর্মচারী। এমভি এলিনা বি কয়লা খালাসকারী প্রতিষ্ঠান মেসার্সটি হক কোম্পানীর সুপার ভাইজার মোঃ লোকমান হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

লোকমান হোসেন আরও জানান, দুর্ঘটনার পর তিনি বাংলাদেশ কোস্টগার্ড, নৌ বাহিনী ও বন্দরের সংশ্লিষ্ট শাখাকে জানিয়েছেন।

তবে রাত বারোটার মধ্যে কারো সহযোগীতা না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। সুপারভাইজার লোকমান হোসেনের দাবি ডুবে যাওয়া বাল্কহেডটিতে ৫০০ থেকে ৬০০ মেট্রিকটন কয়লা থাকতে পারে।

বন্দরের হারবার বিভাগ জানায়, বাল্কহেডটি আংশিক ডুবে গেছে। এতে জাহাজ চলাচলের কোনও প্রভাব পড়বে না। দ্রুত উদ্ধারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com