বিশ্বকাপের আয়োজক দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজকের মর্যাদা পেয়েছে ভারত এবং বাংলাদেশ।
মঙ্গলবার (১৬ নভেম্বর) আগামী ২০২৪ সাল থেকে পরবর্তী আট বছরের জন্য বিশ্বকাপসহ বিভিন্ন ইভেন্টের আয়োজকের নাম প্রকাশ করেছে আইসিসি। সেখানে এ তথ্য দিয়েছে ক্রিকেটের অভিভাক সংস্থাটি।
এর আগে ২০১১ ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবং এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ।
আইসিসি জানিয়েছে, ২০৩০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আর ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ।
s