সম্প্রতি ঢাকার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশে মোবাইল ফোন ইন্টারনেট ও ফেসবুক ইউজার ফোরাম নামে একটি সংগঠনের একটি সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় রাশিদুল হাসান বুলবুল সভাপতি ও নুরুল মোমেন খান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কায্য নির্বাহী কমিটি গঠন করা হয়।রাশিদুল হাসান বুলবুল এর সভাপতিত্বে উক্ত সভায় মোবাইল ফোন ইন্টারনেট ও ফেসবুক ব্যবহারকারীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বক্তারা বক্তব্য রাখেন।ভবিষ্যতে মোবাইল ফোন ইন্টারনেট ও ফেসবুক ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার দৃঢ়তা ব্যক্ত করে সভাটি সমাপ্তি ঘোষণা করা হয়।