1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজশাহীর তানোরে নলকূপে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত বিএনপি নেতা-কর্মীদের মাঠে নামার আহ্বান ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি বিদেশি শ্রমবাজারে সংকট ও দুর্নীতির প্রভাবে জনশক্তি রপ্তানি কমার ঝুঁকি জামায়াত আমিরের সামাজিক মাধ্যমের অপব্যবহার ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ সেনাবাহিনীর খাদ্যনিরাপত্তায় আরভিঅ্যান্ডএফ কোরের ভূমিকা জোরদারের আহ্বান সেনাপ্রধানের গাজার রাফাহে ইসরায়েলি গুলিতে দুই ফিলিস্তিনি নিহত, দক্ষিণাঞ্চলে তাবু প্লাবিত মনসুন প্রোটেস্ট আর্কাইভসের আনুষ্ঠানিক যাত্রা রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে গুরুত্বপূর্ণ অগ্রগতি ম্যানচেস্টার সিটির র‌্যাবের কঠোর নজরদারি: বিচ্ছিন্ন অপরাধ দমনে সার্বক্ষণিক অভিযান আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘হাফ পাসের’ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা পৌনে ১১টা থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে সায়েন্সল্যাব মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থী।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের আল্লাহ করিম জামে মসজিদের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা হাফ পাস ভাড়ার দাবিতে স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় বাসস্ট্যান্ডের তিন দিকের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে যানজট দেখা দিয়েছে ওই এলাকায়। তবে ওষুধ কোম্পানির গাড়ি, অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে। যানজট স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা আজ সড়ক অবরোধ শুরু করেন। গাড়ি থামিয়ে চালকের চাবি নিয়ে নেন তাঁরা। ধীরে ধীরে আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এতে যোগ দেন।

বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ২২ নভেম্বর
বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ২২ নভেম্বরছবি: সাজিদ হোসেন
মোহাম্মদপুর থেকে রামপুরায় চলাচলকারী স্বাধীন পরিবহন নামে একটি বাসের চালকের সহকারীর সঙ্গে মোহাম্মদপুর সরকারি কলেজের একদল শিক্ষার্থীর বাসাভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বাসচালকের সহকারীকে শিক্ষার্থীরা মারধর করেন।

পরে পুলিশের কাছ শিক্ষার্থীদের বিরুদ্ধে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ তোলেন চালকের ওই সহকারী। এরপর তিনি প্রজাপতি পরিবহন নামের একটি বাসে গিয়ে ওঠেন। তাঁকে বাস থেকে নামাতে না পেরে কিছু শিক্ষার্থী বাসটি ভাঙচুর করেন।

বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ২২ নভেম্বর
বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ২২ নভেম্বরছবি: সাজিদ হোসেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (ওসি) মো. মাছুদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। তাদের শান্ত করে দ্রুত এই স্থান ফাঁকা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com