গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কম্পিউটার ট্রেনিং ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলু বলেন মহান বিজয় দিবস উপলক্ষে বেকার যুবক-যুবতীদের বিনামূল্যে ৩ মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে কম্পিউটার ট্রেনিং ফাউন্ডেশন । বুলু আরো বলেন দু:স্থ অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তিনি বলেন আর্থিক অস্বচ্ছল ছাত্র/ছাত্রীকে প্রতি বছর বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে । এ কর্মসূচি আগামীতে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকাস্থ মিরপুর ১১ নং সবুজ বাংলা আবাসিক এলাকার কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কোর্স শুরু হবে পহেলা ডিসেম্বর থেকে। প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হবে।
অপারেটিং সিস্টেম- অনলাইন পত্রিকায় নিউজ আপ করা, গ্রাফিক্স ডিজাই,মাইক্রোসফট অফিস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ও ইমেইল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ নিতে আগ্রহীদের কমপক্ষে অষ্টম শ্রেনী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আগ্রহীদের নিজ হাতে লিখিত আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, এক কপি স্ট্যাম্প সাইজের ছবিসহ সংশ্লিষ্ট কেন্দ্রে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর।