তুমি রাতের বিক্ষুব্ধ নেশার ঘোরে
কবিকে খিস্তি করছো,
যে তোমার ঠোঁটে চুমু দিয়ে
চাঁদ ডুবিয়ে রাঙা প্রভাত আনে?
তোমার নেশা ফিকে হতে দিও না
অমৃতসম অমূল্য অনুভব
সোনালী নিপের ঝর্ণা সরবর
অঞ্জলি নাও কটির উষ্ণ প্রাণে।
ঘুমন্ত আগ্নেয়গিরি নীরব প্রণয়
ফোটা ফোটা শিশির
চোখের পাপড়ি থেকে ঝরে
সিক্ত আঙ্গুলের মুঠোয় তোমার প্রাণ।
আমার আত্মসমর্পন যৌবন বাতায়নে
অহঙ্কার উর্বশীর নাভি স্পর্শে
অধর থেকে নেমে আসে নদীর মহনায়
তোমাতে আমার সরব অবগাহন।
তোমার শরীরের বিমুগ্ধ পাঠক আমি
পড়ি, বারবার পড়ি
অবিনাশী সুখ লভি ও বিলায়
রাতদিন অবিরত স্বপ্ন আঁকি।
তোমার সাজানো দাঁতের মোহর কিনি
স্ফটিক স্বচ্ছ পাহাড়ি ছড়ায়
কলকল প্রবাহিত সবুজ বনানীর
বুক ফেঁড়ে জীবন জয়ন্তিকা কুহকী।