1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

গৃহবধূকে জুতার মালা দিয়ে মারধর, সেই ইউপি সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ১৬৯ বার দেখা হয়েছে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে গৃহবধূর গলায় জুতার মালা পরিয়ে মারধরের ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য কাওসার চৌধুরীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাওসার চৌধুরী মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়ার্ড সদস্য।

অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গত মঙ্গলবার সকালে মোল্লাহাটের চুনখোলা ইউনিয়নের একটি গ্রামে গলায় জুতার মালা দিয়ে এক গৃহবধূকে মারধর করা হয়। পরদিন বুধবার ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে ওই নারী এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।

মারধরের ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে সবার নজরে আসে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মারধরের ঘটনার তিন দিন পর আজ ওই গৃহবধূ বাদী হয়ে ইউপি সদস্য কাওসার চৌধুরীসহ নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মোল্লাহাট থানায় মামলা করেছেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে অভিযুক্ত ইউপি সদস্যও গা ঢাকা দিয়েছিলেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইউপি সদস্য কাওসার চৌধুরীকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ভুক্তভোগী ওই নারী এক প্রবাসীর স্ত্রী। তাঁর চার সন্তান। ঘটনার পর লোকলজ্জার ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন ওই নারী। বুধবার তাঁকে মারধরের ভিডিওটি ফেসবুকের মাধ্যমে সবার নজরে আসে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com