সেঞ্চুরিয়ন টেস্টে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছার পর ক্রিকেটার হিসেবে সাফল্যের কৃতিত্ব নিজের বাবা ও ভাইকে দিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। উত্তর প্রদেশের আমরোহা জেলার সাহাসপুর আলি নগর গ্রাম থেকে উঠে এসেছেন তিনি। যার পেছনে বড় অবদান ছিল তার পরিবারের।
প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা শামি মঙ্গলবার পা রেখেছেন ২০০ টেস্ট উইকেটের মাইলফলকে। ভারতে মাত্র পঞ্চম পেসার হিসেবে টেস্টে ২০০ উইকেট নিলেন তিনি। কাগিসো রাবাদাকে আউট করে ইনিংসে পঞ্চম ও ক্যারিয়ারের ২০০তম উইকেট নিয়েছেন শামি।
ইনিংসে তার বোলিং ফিগার ছিল ১৬-৫-৪৪-৫; যার ফলে ৩২৭ রানের পুঁজি নিয়েও ১৩০ রানের বড় লিড পেয়ে গেছে ভারত। মঙ্গলবারের খেলা শেষে শামি বলেছেন, ‘আমি অনেকবার মিডিয়াতে বলেছি যে আমি আমার বাবাকে কৃতিত্ব দিতে চাই।’
এসময় নিজের ক্রিকেটার হওয়ার দিনগুলোর কথা মনে করিয়ে তিনি বলেন, ‘আমি এমন একটি গ্রাম থেকে এসেছি যেখানে আজ পর্যন্ত তেমন সুযোগ সুবিধা নেই। আমার বাবা নিয়মিত ৩০ কিলোমিটার দূরে গিয়ে অনুশীলনের জন্য তাগাদা দিয়েছেন। মাঝে মাঝে নিজেও গিয়েছেন। এটি সবসময়ই করতে হয়েছে আমাকে।’
‘আমি সবসময় আমার বাবা ও ভাইকে সব কৃতিত্ব দিতে চাই। যারা আমাকে এমন পরিস্থিতির মাঝেও ক্রিকেট খেলতে সাহায্য করেছেন। আমি আজকে যেখানে দাঁড়িয়ে এর পুরো কৃতিত্ব তাদের।’
সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের শক্তিশালী পেস আক্রমণের অন্যতম ভরসার নাম শামি। তিনিসহ জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজদের নিয়ে এখন পেস বোলিং নির্ভর আক্রমণ সাজাতে পারে ভারত। এর পেছনে বোলারদের নিজেদের পরিশ্রমের কৃতিত্ব দিয়েছেন শামি।
তার ভাষ্য, ‘এখন যদি আমাদের পেস বোলিং এতটা শক্তিশালী হয়ে থাকে, এর পেছনে রয়েছে আমাদের নিজেদের স্কিল। আমরা সবাই এখানে এসেছি নিজেদের শক্তি আরও বাড়িয়ে। আপনি বলতে গত ৬-৭ বছরে করা কঠোর পরিশ্রমের ফল এই পেস বোলিং ইউনিট।’