উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ বইছে। আগামী দুদিন এ প্রবাহ দেশের আরো এলাকায় ছড়িয়ে পড়তে পারে। কিছু এলাকায় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
আজ শনিবার গণমাধ্যমে এ তথ্য জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি জানান, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে । প্রথমে মৃদু, পরে মাঝারি আকারে শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের ওয়েব সাইটে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪। যা গত সপ্তাহে ছিল গড়ে ১১ ডিগ্রি সেলসিয়াস।