1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

গুলশানের ‘র ‘র ক্যানভাস’ বারে অভিযান, কোটি টাকার ভ্যাট ফাঁকি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ১৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

গুলশানের ‘র ক্যানভাস রেস্টুরেন্ট অ্যান্ড বার’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ কোটি ৬৫ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সোমবার (১০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ভ্যাট গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান  বলেন, গুলশানের ‘র ক্যানভাস বার’ এ অভিযান পরিচালনা করে ১ কোটি ৬৫ লাখ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। যে কারণে ভ্যাট আইনে মামলা দায়ের হয়েছে। তদন্তে উদঘাটিত পরিহারকরা ভ্যাট আদায় ও অনিয়ম সংঘটনের মামলাটি সংশ্লিষ্ট ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে।
ভ্যাট গোয়েন্দা সূত্রে জানা যায়, রাজধানীর গুলশান এভিনিউর ‘র ক্যানভাস রেস্টুরেন্ট অ্যান্ড বার’ নামে প্রতিষ্ঠানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে লাইসেন্স নিয়ে বারে মদ ও মদ জাতীয় দ্রব্য এবং রেস্টুরেন্টে খাবারের সেবা প্রদান করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি প্রতিষ্ঠানটি প্রকৃত সেবা বিক্রি গোপন করে চালান ছাড়া সেবা সরবরাহ করে দীর্ঘ দিন ধরে সরকারের বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি দিয়ে আসছে বলে ভ্যাট গোয়েন্দা অধিদফতরে অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সংস্থার উপ-পরিচালক তানভীর আহমেদ ১৯ ডিসেম্বরে অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকরা মাদক সংক্রান্ত রেজিস্টারে উল্লেখিত মজুদের পরিমাণ এবং দুটি কাউন্টারে রক্ষিত দেশি-বিদেশি মাদক দ্রব্যের তথ্য যাচাই করা হয়। এরপর প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এবং প্রতিষ্ঠানের কম্পিউটারে ধারণকরা তথ্যাদি যাচাই করে সেবা বিক্রির গোপন তথ্য পাওয়া যায়। যা ভ্যাটের প্রকৃত দলিলের সঙ্গে ব্যাপক অসামঞ্জস্যতা রয়েছে।

প্রতিষ্ঠানটির ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ব্যাংক হিসাব অনুযায়ী ৬ কোটি ১০ লাখ ১০ হাজার ৮২১ টাকার বিক্রয় মূল্যের ওপর ৭৯ লাখ ৫৭ হাজার ৯৩৩ টাকার ভ্যাট প্রযোজ্য। কিন্তু প্রতিষ্ঠানটি গুলশান ভ্যাট সার্কেল-৪ এ দাখিলপত্রের মাধ্যমে ৫ লাখ ৪৯ হাজার ৬১৯ টাকা ভ্যাট পরিশোধ করেছে। সেখানে ৭৪ লাখ ৮ হাজার ৩১৪ টাকার ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির বিক্রয়মূল্যের ওপর ৮৮ লাখ ৪২ হাজার ১৪৮ টাকা সম্পূরক শুল্ক প্রযোজ্য হলেও সেখানে ৮৬ লাখ ৫২ হাজার ১৩ টাকা সম্পূরক শুল্ক ফাঁকির তথ্যও পাওয়া যায়।

অন্যদিকে সরেজমিন পরিদর্শনে প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার অনুসারে কম মদ ও মদজাতীয় পণ্য মজুদ থাকায় ৩৭ হাজার ৪০৪ টাকার ভ্যাট ও ৪১ হাজার ৫৬০ টাকার সম্পূরক শুল্কের তথ্য পাওয়া যায়।

এসব অনাদায়ী ভ্যাট ও সম্পূরক শুল্কের ওপর ২ শতাংশ সুদসহ মোট ১ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৭৪৭ টাকা রাজস্ব ফাঁকি তথ্য উদঘাটিত হয়েছে। এছাড়া ভ্যাট আইনের নির্দেশনী উপেক্ষা করে হাতে লেখা কাঁচা চালান ইস্যু করতে দেখা যায় সরেজমিন অভিযানে।

প্রসঙ্গত, বারে যে কোনো খাবারের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ২০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপযোগ্য।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com