1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে প্রস্তুত বিএনপি: মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা ভারতে শেখ হাসিনার অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত: মন্তব্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এশিয়ার তিন দেশে ভয়াবহ বন্যায় মৃত প্রায় ১ হাজার ৮০০ রূপগঞ্জে কিশোরদের সাজানো ডাকাতির নাটক, তিনজন গ্রেপ্তার দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক সহযোগিতা কাঠামো গঠনের প্রস্তাব পাকিস্তানের ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রাজউক চেয়ারম্যান ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের আশা সালাহউদ্দিন আহমদের প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রবিবার থেকে সব বার্ষিক পরীক্ষা শুরু রাজশাহীতে এনসিপি নেতা সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে রাজনীতি করার আহ্বান ভিপি সাদিক কায়েমের

আহলে সুন্নাত যুব পরিষদ কেন্দ্রীয় পর্ষদের অভিষেক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ২৭৭ বার দেখা হয়েছে
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ- এর
আওতাধীন অরাজনৈতিক ধর্মীয় যুব সংগঠন “আহলে সুন্নাত যুব পরিষদ”- এর নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও পরিচিতি সভা আজ ১৫ জানুয়ারি ঢাকাস্থ পল্টন টাওয়ার শরমা হাউজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত যুব পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ আমিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও মিরপুর ফকিরবাড়ি দরবার শরীফের পীরে তরিকত সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমাদ আল কাদেরী এবং প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব হযরাতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আ ন ম মাসউদ হোসাইন আল ক্বাদেরী। তার আগে অনুষ্ঠানের উদ্ভোধন করেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বদরপুর দরবার শরীফের পীরে তরিকত মুফতি সাঈয়্যেদ মো’তাসিম বিল্লাহ রাব্বানী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশবরেণ্য আলেম ওলামা, বুদ্ধিজীবী, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াত, নাতে রাসুল (দ:) ও যুব পরিষদের দলীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
শুরুতে স্বাগত বক্তব্য দেন, অভিষেক অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খাঁন।
শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রস্তাবনা পেশ করেন মুহাম্মদ শফিক আল মুজাদ্দেদী।
অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন, সহ-সভাপতি পীরজাদা মুফতি আব্দুল হাকিম হাতেমী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন প্রধানীয়া, সহ-সাধারণ সম্পাদক পীরজাদা মাজহারুল করিম, সহ-সাধারণ সস্পাদক মাওলানা কামরুল আহসান, সহ-সাংগঠনিক সম্পাদক আইয়ুব তাহেরী,
সহ অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শাহ জালাল,
দপ্তর সম্পাদক শাহজাহান পাটোয়ারী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা সদর উদ্দিন আজহারী, সহ আন্তর্জাতিক সম্পাদক মাওলানা গোলাম সারোয়ার সহ অনেকে।
অনুষ্ঠানে আলোচকগণ বলেন, ইসলামের মূলধারার আকিদায় বিশ্বাসী ও পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের সম্পূর্ণ অরাজনৈতিক যুব সংগঠন আহলে সুন্নাত যুব পরিষদ। আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আকিদায় বিশ্বাসী, অস্প্রদায়িক, সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী, মাদকমুক্ত ও বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যে কেউ এই সংগঠনের সদস্য হতে পারবেন। দ্বীন ইসলাম ও সুন্নিয়তের খেদমত, দাওয়াত, প্রচার এবং অহিংস শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষে নি:স্বার্থভাবে কাজ করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য। বক্তাগণ সেই লক্ষ্য বাস্তবায়নে দৃঢ়চিত্তে কাজ করে যাওয়ার জন্য নবগঠিত কমিটি ও সংগঠনের সকল সদস্যদের প্রতি আহবান রাখেন। সেই সাথে ধর্মীয় বিধি-বিধান জানা, মানা ও আমলের মাধ্যমে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত জীবন গঠনে যুব পরিষদের সাথে সম্পৃক্ত হতে দেশের যুব সমাজের প্রতি উদাত্ত আহবান জানান।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ ও মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বদরপুর দরবার শরীফের পীরে তরিকত মুফতি সাঈয়্যেদ মো’তাসিম বিল্লাহ রাব্বানী।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com