1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হাদি, হাসনাতও ব্যারিস্টার ফুয়াদের আইনজীবী নাজিরুল কবিরের সঙ্গে সম্পর্কের ছবি ভাইরাল, উঠেছে প্রশ্ন নবম পে স্কেল পিছিয়েছে, সরকারি কর্মচারীদের অপেক্ষা আরও বাড়ল শরিফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ড: গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব ই-রিটার্নে ব্যাংকিং তথ্য সংযুক্তির উদ্যোগ বিএসসি ৫৪ বছরে সর্বোচ্চ মুনাফা, শেয়ারহোল্ডারদের ২৫% লভ্যাংশ ইরান হামলা করলে কঠোর জবাব, নেতানিয়াহু সতর্কবার্তা আজ থেকে নতুন স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা টিএফআই সেল মামলায় শেখ হাসিনা-সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিএনপিতে মিত্রদের আসন নিশ্চিত, ভোটের প্রস্তুতি ত্বরান্বিত

সরকারি-বেসরকারি অফিস অর্ধেক জনবলে পরিচালনার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে সরকারি, বেসরকারি সব অফিস অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা রোববার এই নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে। অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন।
দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় ভার্চুয়াল মাধ্যমে পরিচালনার নির্দেশ দিয়ে বলা হয়েছে, দাপ্তরিক কার্যক্রম ই-নথি, ই-টেন্ডারিং, ইমেইল, এসএমএস ও হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যমে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১০ হাজার ৯০৬ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ২৯ শতাংশ। শনিবার শনাক্তের হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ।

গত শুক্রবার করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে সরকার সারাদেশে ৫টি জরুরি নির্দেশনা জারি করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্দেশনায় সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আপাতত দুই সপ্তাহের জন্য বন্ধ করার পাশাপাশি সব ধরণের জনসমাগমে মাস্ক ব্যবহারের কঠোরতা আরোপের কথা জানিয়েছে সরকার।

জরুরি নির্দেশনায় বলা হয়েছে, রাষ্ট্রীয়-সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ, অনুষ্ঠানগুলোতে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগ দেবেন, তাদের অবশ্যই ভ্যাকসিন সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।এছাড়াও সরকারি, বেসরকারি অফিস,শিল্প কারখানাগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই ভ্যাকসিন সনদ গ্রহণ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com