1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া সার্কুলার প্রত্যাহার রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫০ ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ আল-জাজিরার অনুসন্ধান শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ংকর চিত্র ফাঁস দীর্ঘ অপেক্ষায় স্বজনরা সংকটাপন্ন আটজন পর্যবেক্ষণ সিঙ্গাপুর প্রতিনিধিদলের অনড় অবস্থানে ওয়াশিংটন আপাতত এ সিদ্ধান্ত থেকে সরছে না ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে কমানো হবে বাণিজ্য ঘাটতি। মূল নেগোসিয়েশন হবে নন ডিসক্লোজার চুক্তির মাধ্যমে। আলোচনায় স্থান পাবে টিকফা ও জিএসপি প্লাস ইস্যুও গতিহীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ► ১৮ মাস ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে কাজ বন্ধ ছিল ► ছিল অর্থ সংকটও

বিপিএল থেকে ছিটকে পড়লেন তাসকিন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৮ বার দেখা হয়েছে

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল থেকে ছিটকে পড়লেন পেসার তাসকিন আহমেদ। চোটের কারণে গত কয়েক ম্যাচে মাঠে নামা হয়নি তার। অবশেষে অপেক্ষার অবসান হলো হতাশার সংবাদ দিয়ে। মাঠে ফেরা নয়, বিপিএল থেকেই ছিটকে গেলেন তাসকিন আহমেদ।

চলতি বিপিএলে আর খেলতে পারছেন না সিলেট সানরাইজার্সের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। পিঠের ব্যথার কারণে গত কিছুদিন ধরে অনুশীলন করতে পারছিলেন না জাতীয় দলের এই পেসার। বদলি হিসেবে তরুণ পেসার একেএস স্বাধীনকে দলে নিয়েছে সিলেট।

বিপিএলের চট্টগ্রাম পর্বে গত ২৮ ও ২৯ জানুয়ারি টানা দুই দিন ম্যাচ খেলে চোট পান তাসকিন। ঢাকা ফিরে কোনো ম্যাচ খেলতে বা অনুশীলন করতে পারেননি। দলের সঙ্গে সিলেটও যাননি তিনি। বিপিএলের পরপরই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। সেদিকে চোখ রেখেই তাসকিনকে নিয়ে সাবধানী থাকতে হচ্ছে, দুদিন আগে জানান সিলেটের ফিজিও জয় সাহা।

তাসকিনের চোট নিয়ে বলেন,‘তার এই পিঠের চোট আগে থেকেই ছিল। চট্টগ্রামের ম্যাচ শেষ হওয়ার পর একট স্টিফনেস ছিল। তিনি সেটা জানানোর পর আমরা এমআরআই করাই। পুরনো ইনজুরিও ফিরে এসেছে। তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে পারছি না, কারণ সামনে আফগানিস্তানের সফর আছে এখানে। সেই সিরিজে যেন খেলতে পারে, সেটাও দেখতে হচ্ছে। সম্পূর্ণভাবে ব্যথামুক্ত হতে না পারলে আমরা তাকে খেলাতে পারছি না।’

এবারের বিপিএলে ৪ ম্যাচ খেলে নেন ৫ উইকেট। এর মধ্যে এক ম্যাচেই ছিল ৩ উইকেট। ওভারপ্রতি রান গুনেছেন প্রায় ৯ করে। তার জায়গায় সুযোগ পাওয়া স্বাধীন গত জুনে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আবাহনী লিমিটেডের হয়ে ৩ ম্যাচে ৪ উইকেট নেন ওভারপ্রতি প্রায় সাড়ে ১০ রান করে দিয়ে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com