1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

দুদকের মামলা: ফাস ফাইনান্সের এমডি রাসেল শাহরিয়ার গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় গ্রেফতার হয়েছেন ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল শাহরিয়ার। দুর্নীতির মামলায় গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কমিশনের সচিব মাহবুব হোসেন।

আজ বুধবার সাংবাদিকদের সচিব জানান, সম্প্রতি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ১৩০০ কোটি আত্মসাতের ঘটনার অনুসন্ধান শেষ হয়। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটির ৫২৩ কোটি টাকা আত্মসাতের অভিযাগে ১৩টি মামলা রুজুর অনুমোদন দেয় দুদক।

ভূয়া ও কাগুজে প্রতিষ্ঠান অ্যান্ড বি ট্রেডিংয়ের নামে জাল রেকর্ডপত্র প্রস্তুত এবং তা সঠিক হিসেবে ব্যবহার করে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানটি। শুভ্রা রানী ঘোষ নামে এক নারীকে প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখিয়ে ৪৪ কোটি টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গতকাল পি কে হালদারসহ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পরিচালক ও এমডি রাসেল শাহরিয়ারসহ ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা রুজুর অনুমোদন দেয় দুদক। মামলার পরিপ্রেক্ষিতে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে রাসেল শাহরিয়ারকে গ্রেফতার করেন তদন্তকারী কর্মকর্তা।

মামলার অভিযোগে বলা হয়, রাসেল শাহরিয়ার ফাস ফাইনান্সে এমডি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে নিজের একক স্বাক্ষরে প্রায় ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব বোর্ডে উপস্থাপন করেন। ঋণ অনুমাদন করে তিনি এসব অর্থ পি কে হালদারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানিতে হস্তান্তর করেন। এসব বিষয়ে তথ্য উদ্ধারে তাকে রিমান্ডে নেয়া হবে। আজ বুধবার বাকি ১২ মামলা রুজু করা হবে। এসব মামলায় ৪৭৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদকের অনুমোদন দেয়া মামলাসমূহের বর্ণনায় ১৩ মামলায় সর্বমোট ৫২৩ কোটি টাকা আত্মসাতের কথা বলা হয়েছে। এর মধ্যে অ্যান্ড বি ট্রেডিংয়ের কাছে ৪৪ কোটি টাকা, ন্যাচার এন্টারপ্রাইজ- ৪৫ কোটি, নিউট্রিক্যাল- ৩০ কোটি, এস এ এন্টারপ্রাইজ- ৪২ কোটি, সুখাদা- ৪০ কোটি, এমটিবি মেরিন- ৪০ কোটি, হাল ইন্টারন্যাশনাল- ৪৫ কোটি, স্বন্দীপ কর্পোরেশন- ৪০ কোটি, দিয়া শিপিং- ৪৪ কোটি, মুন এন্টারপ্রাইজ- ৩৫ কোটি, বর্ণ- ৩৮ কোটি, আরবি- ৪০ কোটি এবং মেরিন ট্রাস্ট- ৪০ কোটি টাকা আত্মসাৎ করেছে।

এরইমধ্যে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান, বোর্ড সদস্য, ব্যবস্থাপনা পরিচালকসহ ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন দুদক সচিব মাহবুব হোসেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com