1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ দিল্লিতে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার ও ভিসা কার্যক্রম স্থগিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের প্রচারে সুপার ক্যারাভানের যাত্রা শুরু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ১০ রুটে ২০টি বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে জুলাই গণঅভ্যুত্থানের নামে মব সহিংসতার অভিযোগ, সমর্থন নেই এনসিপির গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: রিজওয়ানা হাসান নিরাপত্তা শঙ্কায় ২০ রাজনৈতিক ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত, নুরুল হক নুরের প্রত্যাখ্যান গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত নিয়োগে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক সম্পর্কে নতুন উত্তেজনা হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের আর্থিক লেনদেন ও অতীত কর্মকাণ্ডে নতুন তথ্য বিএনপিতে যোগদান করেছেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান

বাগেরহাটের মেয়রকে কারাগারে পাঠানোর নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আত্মসমর্পণের পর বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ও পৌরসভার সাবেক সচিব মোহম্মদ রেজাউল করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার সকালে জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলামের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত এ সময় তাদের আবেদন নামঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের আইনজীবী মিলন ব্যানার্জি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়র হাবিবুর রহমান ও পৌরসভার সাবেক সচিব মোহম্মদ রেজাউল করিম এখনো আদালত চত্বরেই আছেন। তাদেরকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে এই দুজনের পক্ষে বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি এ কে আজাদ ফিরোজ টিপু নেতৃত্বে প্রায় ৩০০ জন আইনজীবী শুনানিতে অংশ নেন।

অবৈধ নিয়োগ ও প্রকল্প বাস্তবায়ন না করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে মেয়র খান হাবিবুর রহমানের বিরুদ্ধে গত বছরের ২৫ নভেম্বর দুটি মামলা করে দুদক। এর আগে ২০২০ সালের ৭ অক্টোবর মেয়রের দুর্নীতি অনুসন্ধানে নামে দুদকের খুলনা কার্যালয়। এ মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছিল।

দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলা দুটি করেন।

খুলনা-বাগেরহাট মহাসড়ক অবরোধ

এদিকে মেয়র হাবিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশের প্রতিবাদে খুলনা-বাগেরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকেরা। বেলা একটার দিকে তারা এ অবরোধ শুরু করেন। এ সময় মেয়রের সমর্থকরা খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানি, ভিআইপি মোড় ও বাসস্ট্যান্ড মোড় এলাকায় সড়কের ওপর আড়াআড়ি করে বাস রেখে সড়ক অবরোধ করেন। এতে খুলনা-বাগেরহাট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা পর বেলা দুইটার দিকে অবরোধ তুলে নেন কর্মী-সমর্থকরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com