1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ভারতে পালানোর তথ্য নেই, তদন্তে অগ্রগতির কথা জানাল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে শরিফ ওসমান হাদি বাঙালি জাতীয়তাবাদকে হত্যা করাই ছিল বুদ্ধিজীবী হত্যার মূল উদ্দেশ্য জুলাই রেবেলস সদস্যে হামলা: উত্তরা থেকে দুজন গ্রেপ্তার সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আটজন আহত গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার দৃশ্যমান উন্নতি নেই, বিদেশে নেওয়ার প্রস্তুতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজনের ব্যাংক হিসাব জব্দ শহীদ বুদ্ধিজীবী দিবসে হাদি হামলা প্রসঙ্গে আসিফ মাহমুদের বক্তব্য নির্বাচন বানচালের উদ্দেশ্যে গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট করে হত্যা করা হচ্ছে: নাহিদ ইসলাম মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির সুযোগ নেই, জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে স্বাস্থ্য পরীক্ষার নামে অনলাইনে গোপনে নারীদের ভিডিও ধারণ করতেন তিনি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৩৮ বার দেখা হয়েছে

চাকরির জন্য স্বাস্থ্য পরীক্ষার নামে অনলাইনে গোপনে নারীদের ভিডিও ধারণ করতেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতেন। তিনি গত দেড় বছরে এভাবে শতাধিক নারীকে জিম্মি করে টাকা আদায় করেছেন। এসব অভিযোগে আল ফাহাদ (১৯) নামের এক তরুণকে আটক করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অনলাইনে প্রতারণার শিকার কয়েক নারী সম্প্রতি র‍্যাবের কাছে অভিযোগ করেন। এর ভিত্তিতে র‍্যাব তদন্ত শুরু করে।

গতকাল বুধবার রাতে র‍্যাব রাজধানীর গুলশান থানার নর্দ্দা এলাকা থেকে ফাহাদকে আটক করে। তাঁর কাছ থেকে একটি ক্যামেরা, দুটি ক্যামেরার লেন্স, একটি মুঠোফোন, ছয়টি সিমকার্ড, একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ও ৪০৩টি ইয়াবা বড়ি জব্দ করে র‌্যাব

 

সংবাদ সম্মেলনে র‍্যাব বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সাইটে দেশি-বিদেশি ও আন্তর্জাতিক সংস্থায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীদের আকৃষ্ট করতেন ফাহাদ। আগ্রহী নারীদের কাছ থেকে ৫০০ টাকা করে নিবন্ধন ফি নিতেন। করোনাকালে ভিডিও কলে চাকরির জন্য নারীদের স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল পরীক্ষা) নেওয়ার নামে কৌশলে তাঁদের গোপন ভিডিও ধারণ করতেন। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা আদায় করতেন।

র‍্যাবের পরিচালক বলেন, জিজ্ঞাসাবাদে আল ফাহাদ বলেন, তাঁর বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায়। তিনি তাঁর বাবার সঙ্গে নারায়ণগঞ্জ রেলস্টেশনের পাশে ছোট একটি দোকানে ফল বিক্রি করতেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভুয়া আইডি ব্যবহার করতেন। ফাহাদ অ্যাপসের মাধ্যমে নিজের কণ্ঠ পরিবর্তন করে নিজেই চিকিৎসক সেজে ভার্চ্যুয়াল স্বাস্থ্য পরীক্ষা করানোর নামে নারীদের গোপন ভিডিও ধারণ করতেন। এভাবে তিনি শতাধিক নারীকে ব্ল্যাকমেল করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com