1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ দিল্লিতে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার ও ভিসা কার্যক্রম স্থগিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের প্রচারে সুপার ক্যারাভানের যাত্রা শুরু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ১০ রুটে ২০টি বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে জুলাই গণঅভ্যুত্থানের নামে মব সহিংসতার অভিযোগ, সমর্থন নেই এনসিপির গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: রিজওয়ানা হাসান নিরাপত্তা শঙ্কায় ২০ রাজনৈতিক ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত, নুরুল হক নুরের প্রত্যাখ্যান গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত নিয়োগে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক সম্পর্কে নতুন উত্তেজনা হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের আর্থিক লেনদেন ও অতীত কর্মকাণ্ডে নতুন তথ্য বিএনপিতে যোগদান করেছেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান

জয়পুরহাট শহরে যাত্রী সেজে ইজিবাইক চুরি করত চক্রটি, গ্রেপ্তার ১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২৮ বার দেখা হয়েছে

 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন সবুজ ইসলাম (২৪)। সঙ্গে থাকতেন একাধিক নারীও। তাঁরা যাত্রী সেজে ইজিবাইক চুরি করতেন। পরে তিনি তাঁর স্ত্রীসহ চক্রের অন্য নারীদের যাত্রী সাজিয়ে সেই চোরাই ইজিবাইক পাচার করতেন। আর ওই ইজিবাইক তিনি নিজেই চালাতেন। অবশেষে ওই ইজিবাইক চোর চক্রের হোতা সবুজকে চুরি যাওয়া ইজিবাইকসহ গ্রেপ্তার করা হয়েছে।

জয়পুরহাট সদর থানা–পুলিশ গতকাল বুধবার রাতে শহরের সবুজনগর এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করে। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সবুজ দিনাজপুরের খানসামা ডাঙ্গাপাড়া গ্রামের আবদুল হামিদের ছেলে। তিনি জয়পুরহাট শহরের সবুজনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, গতকাল বিকেল চারটার পর জয়পুরহাট শহরের পূর্ববাজার বড় মসজিদ-ইরাকনগর সড়কের মোড় থেকে একটি ইজিবাইক চুরি হয়। ইজিবাইকের মালিক সদর উপজেলার তেঘর দন্ডপানি গ্রামের সাজ্জাদুল ইসলাম এ ঘটনায় ওই দিনই থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারে অভিযান চালায়। ওই দিন রাতেই চুরি যাওয়া ইজিবাইকসহ সবুজকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁর কাছ থেকে মাস্টার চাবি-কাটার জব্দ করে। পুলিশের কাছে সবুজ ইজিবাইক চুরির বিস্তারিত ঘটনা বর্ণনা করেছেন।

জয়পুরহাটের এসপি মাছুম আহাম্মদ ভূঞা বলেন, সবুজের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলায়। তিনি জয়পুরহাট সবুজনগর মহল্লায় একটি বাসায় ভাড়া থেকে ইজিবাইক চুরি করতেন। পরে স্ত্রীসহ চক্রের অন্য নারী সদস্যদের ইজিবাইকে তুলে নিয়ে চোরাই ইজিবাইক পাচার করতেন। সবুজ জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় একই কায়দায় ইজিবাইক চুরি করছিলেন। এই চক্রের অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com