বিনোদন ডেস্ক
গলায় সব সময় চারটির বেশি সোনার চেইনসহ নানা অলংকার পরতেন বাপ্পি লাহিড়ী। তবে এসব শখে নয়। এগুলোকে তিনি ‘আশীর্বাদ’ মনে করে ব্যবহার করতেন। তিনি মনে করতেন, সোনা-রুপা ব্যবহারের পর তাঁর ভাগ্য খুলতে থাকে; অর্থাৎ এগুলো ব্যবহার করলে তাঁর গান সুপারহিট হবে। সেই থেকেই তাঁর সোনা-রুপার ব্যবহার বাড়তে থাকে। সোনার প্রতি তাঁর অনুরাগ নিয়ে চর্চা হতো। এক অনুষ্ঠানে বলিউড তারকা রাজ কুমারের সঙ্গে দেখা হয় বাপ্পির। সুরকারের গলায় ভারী ভারী সোনার গয়না দেখে হেসে ওঠেন রাজ। বলেছিলেন, ‘শুধু মঙ্গলসূত্রের অভাব রয়ে গেল দেখছি।’ সোনার অতিরিক্ত ব্যবহার কারও কাছে আবার ঠাট্টার বিষয়বস্তু ছিল। কিন্তু নিজেকে কোনো দিন বদলে ফেলার চেষ্টা করেননি বাপ্পি লাহিড়ী। আপনি কি জানেন, সদ্যপ্রয়াত এ সংগীতশিল্পীর রেখে যাওয়া সোনার পরিমাণ কত?
বিস্তারিত
s