তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেতে সড়ক অবরোধ করেছে। এতে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৬ মার্চ) সকাল ১০টায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. করোনা সংক্রমনের কারণে সিজিপিএ শর্ত শিথিল করে ১ম, ২য় এবং ৩য় বর্ষের (১৯-২০,১৮-১৯,১৭-১৮) প্রকাশিত সকল বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।
২. দর্শন বিভাগের প্রশ্নের মানবণ্টন পরিবর্তন করতে হবে। ১০০ মার্কের পরিবর্তে ৮০ মার্কের পরীক্ষা নিতে হবে এবং ২০ মার্ক ইনকোর্সের মাধ্যমে যোগ করতে হবে।
৩. গণহারে ফেল করার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এর স্থায়ী সমাধান করতে হবে।
শিক্ষার্থীরা বলছেন, আমরা করোনাকালীন সময়ে মাত্র ২ মাস ক্লাস করার সময় পেয়েছি। চার ঘণ্টার পরীক্ষা মাত্র দুই ঘণ্টায় দিয়েছি। প্রশ্নের উত্তর জানা থাকলেও সময়ের অভাবে আমরা উত্তর দিতে পারিনি। ফলে গণহারে ফেল আসছে।
বেগম বদরুন্নেসা মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মাছুমা আক্তার মুন বলেন, করোনায় আমাদের দীর্ঘ সেশনজটে পড়েছি। চার ঘণ্টার পরীক্ষা দুই ঘণ্টায় দেওয়ার ফলে ফলাফলের বিপর্যয় ঘটে। এখন আমাদের পরবর্তী বর্ষে প্রোমোশন না দিলে পড়াশোনা বাদ দেওয়া ছাড়া উপায় নেই।