খুলনার খানজাহান আলী এলাকায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি নিজেই বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজে এ ঘটনা ঘটেছে বলে মামলার অভিযোগে বলা হয়েছে। শুক্রবার রাতে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় চারজন জোরপূর্বক তাদের তুলে নিয়ে গ্যারেজে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
ওসি প্রবীর জানান, মামলায় ওই এলাকার বাসিন্দা কামরুল, জীবন, সুমন ও আলাকে আসামি করা হয়েছে। তবে তারা কেউ এখনও ধরা পড়েনি। তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে।