এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড র্যাঙ্কিং স্টেজ ওয়ানে শনিবার মেয়েদের দলগত রিকার্ভে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে খেলেছেন নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা ও দিয়া সিদ্দিকী।
এর আগে ভারতের জুটিকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে রিকার্ভ মিশ্র দ্বৈতের সোনা জেতেন বাংলাদেশের রোমান সানা-নাসরিন জুটি।
রিকার্ভ মহিলা এককের ফাইনালে নাসরিনের প্রতিপক্ষ দিয়া সিদ্দিকী। ফলে এই ইভেন্টের প্রথম দুটি পদকই জিতবে বাংলাদেশ।